অন্যান্য

মেহেরপুরসহ সারাদেশে আবারো ভূমিকম্প।। উৎপত্তিস্থল চিন ।। মাত্রা ৭.৪

By মেহেরপুর নিউজ

May 12, 2015

মেহেরপুর নিউজ, ১২ মে: মেহেরপুরসহ সারাদেশে আবারো ভূমিকম্পন অনুভুত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ৮ মিনিটের দিকে ভূমিকম্পন্ অনুভুত হয়। তবে এবার এর উৎপত্তিস্থল চিন। যার রিখটার স্কেলে মাত্রা ছিলো ৭.৪। এদিকে ভূমি কম্প আতঙ্কে মানুষজন তাড়াহুড়ো করে ঘর থেকে রাস্তায় ও খোলা আকাশের নিচে অবস্থান করতে থাকে।