মেহেরপুর সহ সারাদেশে আজ রোববার আবারো দু’দফা ভূমি কম্পন অনুভূত হয়েছে। আজ দুপুর ১টা ১৫ মিনিেটের দিকে ভূমিকম্পন অনুভূত হয়। এ সময় ভবন ও ভবনের আসবাবপত্র কাপতে থাকে। গতকালের মত আজও এর উৎপত্তিস্থল ছিলো নেপাল। যার রিখটার স্কেলে মাত্রা ৬.৫।
উল্লেখ্য,গতকাল দুপুর সোয়া ১২ টার দিকে বাংলাদেশ, ভারত ও নেপালে দু’দফা ভূমি কম্প হয়। ভূমি কম্মে নেপালে ২ হাজারের বেশী প্রাণহানীর ঘটনা ঘটেছে। ভারতে মারা গেছে প্রায় ৮০ জন এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫ জনের প্রাণহানীরখবর পাওয়া যায়।