অন্যান্য

মেহেরপুরকে বাল্যবিবাহের কুফল তুলে ধরতে ১১ তরুণের সাইকেল ভ্রমন

By মেহেরপুর নিউজ

February 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ ফ্রেব্রুয়ারী: ‘বাল্য বিবাহ মুক্ত মেহেরপুর চাই’ শ্লোগানে বাল্যবিবাহের কুফল তুলে ধরে প্রচারপত্র বিলির অংশ হিসেবে স্বপ্নময়ী তরুণ সাইক্লিং গ্রুপের’ ১১ তরুণ সাইকেল ভ্রমণ শুরু করেছেন।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে থেকে গ্রæপের দলনেতা নুর ইসলামের নেতৃত্বে এ সাইকেল ভ্রমন শুরু হয়। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম ওই ১১ তরুণের সাথে পরিচিত হন এবং সাইকেল ভ্রমনের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক খায়রুল হাসান, হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমারুজ্জামান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।

স্বপ্নময়ী তরুণ সাইক্লিং গ্রুপের দলনেতা নুর ইসলাম বলেন, বাল্যবিাহ একটি অভিশাপ। এর কারণে আমরা দেশকে এগিয়ে নিতে পারছি না। পাশাপাশি মেহেরপুর জেলায় বাল্যবিবাহের প্রকোপ সবচেয়ে বেশি । তাই মেহেরপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে সাইকেল ভ্রমনের মাধ্যমে আমরা বাল্যবিবাহের কুফল তুলে ধরে প্রচারপত্র বিলি করবো। প্রথমদিন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ ভ্রমন শুরু করেছি। প্রথম দিনে সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রাম, আটকবর, আমঝুপি হয়ে মেহেরপুরে ফিরে আসব। দুএকদিন পরে গাংনী উপজেলার সকল রুটে একই কর্মসূচীর মাধ্যমে প্রচার পত্র বিলি করবো।