মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় মেহেরপুরে নতুন করে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরে ৬৭ জন, গাংনী ৫০ ও মুজেবনগরে ৩৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, গাংনী উপজেলায় ৩৯ এবং মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন।
এখন পর্যন্ত মেহেরপুর জেলায় ৫৫১ জনের শরীরে করোনা রোগী রয়েছে; ৩ হাজার ৩৬৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩০ জন।