মেহেরপুর নিউজ,১২ মার্চ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, ডিএফএ’র সভাপতি আতাউল হাকিম লাল মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আশকার আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম রসুল, পলাশি পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশররফ হোসেন প্রমুখ।