মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া থেকে ফিল্মি স্টাইলে চট্টগ্রামের ব্যবসায়ী তাইজুল হককে অপহরণ করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার সোডাপ অফিসের সামনে থেকে এ অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত ব্যবসায়ী তাজুল ইসলাম চট্রগ্রামের রাঙ্গুনিয়া এলাকার অধিবাসি। সে সম্প্রতি বাঁশবাড়িয়া গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থেকে এলাকার ফড়িয়া ও তামাক চাষীদের কাছ থেকে তামাক ক্রয় করতেন। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম অপহরনের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন ঘটনাস্থল থেকে অপহৃত ব্যবসায়ীর হিরোহোন্ডা স্পিলিন্ডার মটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী সোডপের ঝাড়–দার মার্খা বাড়ৈ জানান, সকাল সাড়ে ৭ টার দিকে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে মটরসাইকেল আরোহীকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এসময় সে জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে আর্তচিৎকার করে। লোকজন জড়ো হওয়ার আগেই অপহরকরা পালিয়ে যায়। পরে থানা পুলিশ এসে মটারসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মটরসাইকেলে মালিক আনোয়ার হোসেন জানান, সম্প্রতি তাজুল ইসলাম এখানে এসে তামাক ব্যবসা শুরু করেন। আজ সকালে একটি মোবাইল ফোন পাওয়ার পর আমার ব্যবহৃত হিরোহোন্ডা মটরসাইকেলটি নিয়ে বের হয়। পরে লোকমুখে তার অপহরনের সংবাদ পাওয়া যায়। পরে সকাল ৯ টার ৮ মিনিটের সময় ০১৭৮৩৩২৭৪২ নং থেকে তাকে জানানো হয় যে, তাজুল ইসলাম সড়ক দূর্ঘনায় আহত হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরক্ষণে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এদিকে তাজুল ইসলামের ব্যবসায়ীক পার্টনার রাঙ্গুনিয়ার নজরুল ইসলাম মোবাইল ফোনে জানান, যারা মাইক্রেবাসে তাজুল ইসলামকে তুলে নিয়ে গেছে তারা ২০ লাখ টাকা দাবী করেছে। তাদের দাবী তাজুল ইসলামের কাছে তারা মোটা অংকের টাকা পাবেন। তাই তাকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাজুল ইসলামকে কুষ্টিয়ার ভেড়ামারা এলাকায় আটকিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছেন অপহরকরা। অপরদিকে, ০১৭৩২-৩০২৯১৬ নং মোবাইল ফোন থেকে নিজেকে ভেড়ামারা’র তামাক ব্যবসায়ী ফজলু নাম পরিচয় দিয়ে জানান, তাজুল ইসলামকে অপহরণ করা হয়নি। ব্যবসায়ীক লেন-দেনের কারনে তাকে তুলে নিয়ে আসা হয়েছে। টাকা পেলে তাকে মুক্ত করে দেওয়া হবে। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, অপহরণের কথা শুনেছি। সেখান থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। এদিকে উদ্ধার তৎপরতা না থাকায় গাংনী থানার ওসি রিয়াজুল ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় জনগণ।