মেহেরপুর নিউজ,১৩ মে: মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, ‘আজকের মেধাবীরা আগামীর পথ প্রদর্শক’। তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে কাজ করতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের (মেসডা) আয়োজনে ২০১৭ সালের জিপিএ -৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন। ফরহাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কতটা উদার তা তোমরা উপলব্ধি করতে পেরেছো। কেননা বর্তমান সরকার বছরের প্রথম দিনেই তোমাদের হাতে নতুন বই তুলে দিয়ে অনন্য নজির সৃষ্টি করেছে। সংবর্ধিত শিক্ষার্থী ফাতেমা ফারজানা নির্জনা তার প্রতিক্রিয়ায় বলেন, জিপিএ-৫ পেয়ে নিজেকে আনন্দের ঢেওয়ে ভাসিয়ে দিতে চাই না। আমরা চাই আমাদের এই ধারাবাহিকতা ধরে রেখে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘের আহবায়ক মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র গোলদার। বক্তব্য দেন অবসর প্রাপ্ত শিক্ষক ননী গোপাল ভট্টাচার্য, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি, শিক্ষার্থী ফাতেমা, ফারজানা নির্জনা, সিজান প্রমূখ। পরে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। মেসডার সংবর্ধ