এক ঝলক

মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে–পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

June 09, 2019

মেহেরপুর নিউজ, ০৯ জুন:

মেহেরপুরের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান  বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে হবে। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এই ঘোষনাকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশ যেকোন ধরনের দুর্নীতি এই নিয়োগকে কলুষিত করবে তা হতে দেওয়া হবেনা।

তিনি বলেন, এটি একটি উন্মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে কোন ধরনের অস্বচ্ছতা থাকবেনা। সম্পূর্ণ স্বচ্ছতার, ন্যায়নীতি ও মেধার ভিত্তিতে নিয়োগ হবে। পুলিশ সুপার আজ দুপুরে নিজ কার্যালয়ে মেহেরপুর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, কোন ব্যক্তি বা সংগঠনের সাথে এই নিয়োগের ব্যাপারে অর্থ লেনদেন করবেন না। কারও মিথ্যা প্রলোভনে পা বাড়াবেন না। আমরা প্রকাশ্যে মিডিয়াতে ঘোষনা দিচ্ছি, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে লোক নিয়োগ হবে। তিনি বলেন, পুলিশের লোক কিংবা অন্য কেউ নিয়োগ সংক্রান্ত ব্যাপারে টাকা লেনদেন করে তাহলে মেহেরপুর জেলা পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে।

তিনি আরোও বলেন,  শুধুমাত্র ১’শ টাকা জমা দিয়ে আবেদন করবেন। যদি আপনি যোগ্য হন তাহলে একশ টাকায় আপনার চাকুরি হয়ে যাবে। আপনি হয়ে যাবেন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত পুলিশ কনস্টেবল। ঘুষ দিলে চাকুরি হবেনা। কারো প্রলোভনে পড়ে কোন প্রকার লেনদেন করবেন না। আবারও বলছি, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে যারা যোগ্য তারাই পাবেন পুলিশের চাকুরি।

উল্রেখ্য, আগামী ২৪ জুন সোমবার বাংলাদেশ পুলিশের উদ্যোগে মেহেরপুর জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।