ঝিনাইদাহ, কালীগঞ্জ,মোঃ আব্দুর রহমান(পিয়ার)
===================================
চলতি মাসের সতেরো তারিখ
একাত্তরের সন,
মেহেরপুরের আম বাগিচার
রক্ত মঞ্চে পণ।
রক্ত সাগর বন্ধে সেদিন
ফুটলো দেশের ফুল,
মৃত্যু খেলায় নামলো মানুষ
খুঁজলো স্বাধীন কূল।
দুশমনেদের গুলির আঘাত
উড়ায় জাতির খুলি,
মানব জাহান কাঁদলো ঝরায়
বুঝলো স্বাধীন বুলি।
আম্রকানন স্বাধীন দেশের
মুজিব নগর থানা,
মৃত্যু স্মৃতি জানতে চাওয়া
নেইকো দেশের মানা।
আম কাননের যুদ্ধ স্মৃতি
আজকে জানার দিন,
স্বাধীন দেশের আমরা সবাই
তাঁহার কাছে ঋন।
—সমাপ্ত–