স্বাস্থ্য

মৃত্যুর সাথে লড়ছেন ঢাবি শিক্ষক মোহাম্মদ আবু জাফর ।। অর্থাভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা

By মেহেরপুর নিউজ

April 11, 2016

মেহেরপুর নিউজ,১১ এপ্রিলঃ

মৃত্যুর সাথে লড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মোহাম্মদ আবু জাফর।অর্থাভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা।শিক্ষক আবু জাফর

স্যার হজকিন লিম্ফোমা Hodgkin Lymphoma- (on kind of blood cancer ) নামক এক ধরণের মরণব্যাধি ব্লাড-ক্যান্সার রোগে আক্রান্ত । তাঁর ডান কিডনি বিকল হয়ে পড়েছে।শুধু বিকল কিডনির চিকিৎসা করাতে লাগবে ১৫-২০ লাখ টাকা।কিন্তু কোথায় পাবেন এত টাকা। শিক্ষক আবু জাফরের পরিবারের পক্ষ থেকে জানা গেছে,তার স্ত্রী কঠিন দুরাগ্যে ব্যাধীতে আক্রান্ত।স্ত্রীর চিকিৎসার জন্য প্রতিমাসে খরচ হয় মোটা অংকের টাকা।একদিকে নিজের চিকিৎসা খরচ অপরদিকে স্ত্রীর চিকিৎসা ব্যায় মেটাতে সকলকে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষক আবু জাফর সাতক্ষীরার সন্তান । তাঁর ছোট ভাই  আবু সাঈদ দীর্ঘদিন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইসচেয়ারম্যান ছিলেন । অসুস্থ শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ৮ এপ্রিল বিকেল ৪ টায় টিএসসি’র শিক্ষক লাউঞ্জে “ স্যারের অসুস্থতা এবং আমাদের করণী “ প্রসঙ্গে “ আপনজন ” এর উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছিলেন । তাৎক্ষণিক ভাবে নগদ ২২,০০০/- টাকাসহ ২,৫৪,০০০/- টাকার প্রতিশ্রুতি পাওয়া গেছে । একইভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সাহায্যের হাত বাড়িয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক ও ঢাবির বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র মোঃ নূর ইসলাম খান অসি বলেন,আমাদের মাঝে অনেকেই মাতৃগর্ভে থাকতে কিংবা খুবই অল্প বয়সে পিতৃহারা হয়েছি। আমাদের শিক্ষকগণ পিতার স্নেহ , আদর ও ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন। তাঁদের কারণে আজ আমরা সমাজে বিভিন্ন ভাবে প্রতিষ্ঠিত হয়েছি।বাবা আর শিক্ষক এর ঋণ কখনো শোধ করা যায় না। মরণব্যাধি ব্লাড-ক্যান্সার রোগে আক্রান্ত মোহাম্মদ আবু জাফর স্যার এর চিকিৎসায় আপনাদের সাধ্যমত সহযোগিতা প্রদানের জন্য আকুল আবেদন জানাচ্ছি। প্রয়োজনে তাঁর ব্যাংক হিসেবেও আপনারা টাকা পাঠাতে পারেন । আপনারাও স্যারের চিকিৎসার জন্য এগিয়ে আসুন এবং মুক্ত হস্তে দান করুন। সহযোগিতা করতে চাইলে ব্যাংকের মাধ্যমে করতে পারেন…….. ১. A/C Name: Muhammad Abu  Zaafar No. 0440534264364, Sonali Bank Ltd. Dhaka University Branch(Deposit thru on line from its any branch.). ২. A/C Name: Muhammad Abu  zaafar no. 1520102931921001, BRAC Bank, New Eskaton Br.(deposit thru online from its any branches). ৩. A/C Name: Muhammad Abu zaafar no. 0993201000014998, United Commercial Bank Ltd. , Basundhara Residential Br.(deposit thru online in any of its branches). এছাড়াও যদি কেউ মুঠোফোনে যোগাযোগ করতে ফোন করুনঃ ০১৮১১-৪৫৮৫০৭। সরাসরি যোগাযোগঃ মোঃ নূর ইসলাম খান অসি, পরিচালক (ইউঃ এ্যাফেঃ) বিভাগ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।