মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলায় মুখে মাস্ক ব্যবহার না করা ও বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে উপজেলার কেদারগঞ্জ, দারিয়াপুর, মোনাখালী, বিশ্বনাথপুর, গোপালনগরে ২৩ জনকে ভ্রম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে চলাচলরত মানুষ যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি বলেন, মাস্ক ব্যবহার না করা এবং বিকাল ৪ টার পর দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ২৩ জনের নিকট থেকে ৪ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জানান এ অভিযান অব্যাহত থাক রাখা হবে।