এস খাঁন:
মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলার মুজিবনগরে অবস্থিত। ১৯৭১ সালের এই মাসের ১৭ তারিখে মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের অস্থায়ী সরকার যেখানে গঠিত হয় সেখানে এই স্মৃতিসৌধটি গড়ে তোলা হয়েছে। । তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ স্বাধীনতার স্মৃতি ধরে রাখতে ২৩ স্তরের স্মৃতিসৌধ গড়ে তোলেন। এর স্থপতি ছিলেন তানভীর কবির স্মৃতিসৌধটিতে ৯ টি ধাপের মাধ্যমে ইতিহাস কে তুলে ধরা হয়েছে। স্বাধীনতার রক্তাক্ত সূর্য বোঝাতে লাল মঞ্চ ১৯৭১ সালের ১৭ই এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ গ্রহণের স্থানে ২৪ ফুট দীর্ঘ ও ১৪ ফুট প্রশস্থ সিরামিক ইটের তৈরী আয়তকার এই লাল মঞ্চটিকে স্থান দেয়া হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধের মূল ভিতের মাঝখানে। এখানে দাঁড়িয়েই অধ্যাপক ইউসুফ আলী স্বাধীনতার ঘোষণাপত্র।
২৩টি স্মৃতি স্তম্ভ স্বাধীনতার রক্তাক্ত সূর্য হতে বিচ্ছুরিত ২৩টি রশ্মির শেষাংশ দ্বারা ২৩টি স্তম্ভ বুঝানো হয়েছে যা ১৯৪৮ থেকে ১৯৭১ পর্যন্ত পাকিস্তানি শোষণ ও নির্যাতনের বাঙ্গালির স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের প্রতীক।
দেয়ালগুলোর প্রথম টার উচ্চতা ৯ ফুট ৯ ইঞ্চি এবং দৈর্ঘ্য ২০ ফুট। পরবর্তী প্রতিটি দেয়াল ক্রমান্বয়ে দৈর্ঘ্য: ফুট ও উচ্চতা ৯ ইঞ্চি করে বেড়ে গেছে। যার অর্থ হলো বাংলাদেশ তার স্বাধীনতা জন্য ৯ মাস ধরে যুদ্ধ করেছিল। শেষ দেয়ালের উচ্চতা ২৫ ফুট ৬ ইঞ্চি ও দৈর্ঘ্য ৪২ ফুট। প্রতিটি দেয়ালের ফাঁকে অসংখ্য ছিদ্র আছে যেগুলোকে পাকিস্তানি শাসক গোষ্ঠির অত্যাচারের চিহ্ন হিসেবে প্রদর্শন করা হয়েছে।
১ লক্ষ বুদ্ধিজীবির খুলি স্মৃতিসৌধের ভূতল থেকে ২ ফুট ৬ ইঞ্চি উঁচু বেদীতে অসংখ্য গোলাকার বৃত্ত দ্বারা ১ লক্ষ বুদ্ধিজীবির খুলি বুঝানো হয়েছে। স্মৃতিসৌধের ভূতল থেকে ৩ ফুট উচ্চতার বেদীতে অসংখ্য পাথর দ্বারা ৩০ লক্ষ শহীদ ও মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে।
পাথরগুলোর মাঝখানে ১৯টি রেখা দ্বারা তৎকালীন পূর্ব বাংলার, (যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিলো) ১৯৪ জেলা বোঝানো হয়েছে। ১১টি সিঁড়ি স্মৃতিসৌধের বেদীতে আরোহণের জন্য ১১টি সিঁড়ি রয়েছে। যা মুক্তিযুদ্ধকালিন সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল তা বুঝানো হয়েছে।
বঙ্গোপসাগর স্মৃতিসৌধের উত্তর পাশের আমবাগান ঘেঁষা যে স্থানটি মোজাইক করা আছে তার দ্বারা বঙ্গোপসাগর বোঝানো হয়েছে। যদিও বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে, তবুও শপথ গ্রহণ মঞ্চটির সাথে স্মৃতিসৌধের সামঞ্জস্য রক্ষার জন্য এটিকে উত্তরে স্থান দেয়া হয়েছে।
২১ শে ফেব্রুয়ারির প্রতীক স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে যে রাস্তাটি মূল স্মৃতিসৌধের রক্তের সাগর নামক ঢালকে স্পর্শ করেছে সে রাস্তাটি ভাষা আন্দোলনের বা ২১শে ফেব্রুয়ারির প্রতীকি অর্থে ব্যবহার করা হয়েছে। এ রাস্তায় সকল প্রকার যানবহন চলাচল নিষিদ্ধ। রক্তের সাগর, পশ্চিম পাশে স্মৃতিসৌধের প্রথম দেয়ালের পাশ দিয়ে শহীদের রক্তের প্রবাহ বয়ে গেছে যাকে রক্তের সাগর বলা হয়। সাড়ে সাত কোটি ঐক্যবদ্রুত জনতা লাল মঞ্চ থেকে যে ২৩টি দেয়াল সৃষ্টি হয়েছে তার ফাঁকে অসংখ্য নুড়ি-পাথর মোজাইক করা আছে। এটা সাড়ে সাত কোটি ঐক্যবদ্ধ জনতার প্রতীক। মুজিবনগর স্মৃতিসৌধে আসলে জানা যাবে বাংলাদেশের ইতিহাস সে ভাবেই গড়ে তোলা হয়েছে মুজিবনগর স্মৃতিসৌধকে।