এক ঝলক

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

By মেহেরপুর নিউজ

December 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত এক পত্র মারফত জানানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর তিনটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছেন।

যার মধ্যে মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়, নাটোরের ডঃ এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বর্ণিত সরকারি বিশ্ববিদ্যালয় সমূহ স্থাপনের নিমিত্তে যুগোপযোগী তিনটি খসড়া আইন প্রণয়ন করে জরুরী ভিত্তিতে মন্ত্রণালয় প্রেরণের জন্য নির্দেশনির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।