মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির (১৭), আকাশ (১৮), আশিক(১৬),রাব্বি(১৬), মোঃ তামিম (১৯) নামের ৫ যুবক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর সড়কের মেহেরপুর সদর উপজেলার বন্দর ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। আহত সাব্বির মুজিবনগর উপজেলার নোয়াখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে, আকাশ একই গ্রামের আহসানের ছেলে, আশিক মোঃ নজরুল শেখের ছেলে, রাব্বি মিল্টন শেখের ছেলে এবং মোঃ তামিম মোঃ সিরাজুলের ছেলে।
জানা গেছে ঘটনার সময় বন্দর ও চকশ্যামনগর গ্রামের মাঝামাঝি স্থানে মেহেরপুর থেকে মুজিবনগর গামী এবং মুজিবনগর থেকে মেহেরপুরগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় দুটি মোটরসাইকেলের ৫ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।