মেহেরপুর নিউজ, ২৮ জানুয়ারি: মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্স সরকারী শিশ পরিবারের উদ্যোগে বুধবার কমপ্লেক্স প্রাঙ্গনে শিশু পরিবার নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কুতিক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, সহকারী কমিশনার শুভ্রা দাস, অানোয়ার পারভেজ, ফাতেমাতুজ্জোহরা। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নিবাস পরিচালনা কমিটির সদস্য সরফরাজ হোসেন মৃদুল, উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান, নিবাস কর্মকর্তা তন্ময় কমুার পাত্র প্রমুখ।