বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলীর ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

January 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনসার আলী ইন্তেকাল করেছেন। (ইন্না—– রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৫) বছর।

শনিবার সকালের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনসার আলী মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আফসার আলীর ছেলে। মরহুম আনসার আলীর দুই স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে। জানাগেছে গত তিনদিন পূর্বে প্রচন্ড জ্বর নিয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

গত শুক্রবার মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হলে শনিবার সকালের দিকে তার মৃত্যু হয়। রবিবার সকালে জানাযা শেষে লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।