মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ এপ্রিল: বাংলাদেশ টেলিভিশনের নিউজ বিভাগের উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন বলেন,মুজিবনগরকে ইতিহাস থেকে বাদ দিলে দেশের মুক্তিযুদ্ধকে বাদ দিতে হবে। তাই ইতিহাসে মুজিবনগরের গুরুত্ব অনেক বেশি। তিনি বলেন,মুজিবনগরকে বাদ দিয়ে দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস রচিত হবেনা। তিনি আজ সোমবার বিকাল ৩ টার দিকে মেহেরপুর জেলা পরিষদের ডাক বাংলো মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ইয়াদুল মোমিনের সাথে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন। তিনি বলেন,মুক্তিযুদ্ধে মুজিবনগরের অবদান নিয়ে আজ পর্যন্ত কেউ ভালো কোনো ডকুমেন্টারী তৈরী করেনি। সেই দিক বিবেচনায় মুজিবনগরকে নিয়ে ডকুমেন্টারী তৈরি করার ইচ্ছা আমার বহুদিনের। উপ-মহাপরিচালক বাহার উদ্দিন খেলন বলেন,মুক্তিযুদ্ধে মুজিবনগরের অবদানকে ফুটিয়ে তুলতে এবং বর্তমান প্রজন্মকে মুজিবনগরের সঠিক ইতিহাস তুলে ধরতে একটি ডকুমেন্টারী তৈরির লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের টিম মুজিবনগরের আম্রকাননে ছুটে এসেছে। তিনি বলেন,বিটিভি’র প্রতিনিধিদল ডকুমেন্টারী প্রস্তুত না হওয়া পর্যন্ত মেহেরপুরে অবস্থান করবে। উল্লেখ্য, দিন দশেক আগে বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান নভো থিয়েটারের উদ্যোগে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে একটি ডিজিটাল ফিল্ম তৈরির লক্ষ্যে মুজিবনগরে শুটিং করা হয়।