মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদু জামিনে মুক্তি লাভ করেছেন।
বৃহস্পতিবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক মোঃ মন্জুরুল ইমাম তার জামিন মন্জুর করেন। সন্ধ্যার পূর্বে কামরুল হাসান চাঁদু কারাগার থেকে বের হয়ে আসেন। মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলম নামের এক ব্যক্তি ২০২৪ সালের ৩ অক্টোবর মুজিবনগর থানায় ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩০৭/ ৩৮৫/ ৩৮৬/ ৩৮৭/ ৫০৬/ ১১৪/৪৩ দঃবিঃ একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। যার মামলা নং ১।
ঐ মামলায় গত ৪ ফেব্রুয়ারি মুজিবনগর থানার পুলিশ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে কামরুল হাসানের বাড়ি থেকে আটক করে।আটক কামরুল হাসান চাঁদু দারিয়াপুরের কুদর-ই-খুদার ছেলে।