মেহেরপুর নিউজ:
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুজিবনগর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫(ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউ আর সি ইন্সট্রাক্টর আকরাম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিব, সরকারি উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান।
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নের শ্রেষ্ঠ একজন করে ২৪ টি ইভেন্টে ৯৬ জন প্রতিযোগী অংগ্রহন করে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিযোগী ছাত্রছাত্রীরা জেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।