মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামির মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামির আমির মাও মোঃ খানজাহান আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজউদ্দীন খান।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়েত ইসলামির আমির সোহেল রানা,পৌর জামায়েত ইসলামির আমির সোহেল রানা ডলার, নায়েবে আমির মাওলানা ফিরাতুল ইসলাম নাইম, মুজিবনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুজিবনগর উপজেলা জামায়েত ইসলামির সেক্রেটারি খাইরুল বাশার। এর আগে একটি মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির তাজউদ্দিন খানের নেতৃত্বে রামনগর মোড় থেকে শুরু করে মিছিলটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে কেদারগন্জ বাজারে শেষ করা হয়।