ডালিম সানোয়ার, মুজিবনগর:
মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু-পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৯ মে) মুজিবনগর অডিটেরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্ব মূহুর্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ ৮ জন আহত হয়েছে।
আহতদের পরিচয় জানা যায়নি তবে স্থানীয় কয়েকজন জানা, তারা উপজেলার চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাসের সমর্থক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী ভোট করা প্রার্থী ও তাদের সমর্থকদের অডিটেরিয়ামে প্রবেশ করতে বাধা দিচ্ছিল মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সভাপতি প্রার্থী জিয়া উদ্দিন বিশ্বাসের সমর্থকরা। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ার ও বাশের লাঠিসোটা নিয়ে দু-পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ১২ টার দিকে মুজিবনগর অডিটেরিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হাসান মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।
পরে দ্বিতীয় অধিবেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক হিসেবে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।