সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-১ আসনে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান কে কত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো। এখানে মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের চিত্র দেওয়া হল।
মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৯৬৮ জন ভোটারের মধ্যে ২৫৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ২০৭৫, প্রফেসর আব্দুল মান্নান ৪০২ ভোট পান।
গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩১২৫ জন ভোটারের মধ্যে ২১৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৭৬৪,প্রফেসর আব্দুল মান্নান ১২৬৯ ভোট পান।
মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৭৮৩ জন ভোটারের মধ্যে ২৫৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ১৫৪০ প্রফেসর আব্দুল মান্নান ৯২০ ভোট পান।
কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬২৩ জন ভোটারের মধ্যে ২৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ১৪৮২,প্রফেসর আব্দুল মান্নান ১১৮৬ ভোট পান।
বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৭০৩ জন ভোটারের মধ্যে ১২৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৬৩০, প্রফেসর আব্দুল মান্নান ৫৫৫ ভোট পান।