বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর উপজেলার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার পাশের হার

By মেহেরপুর নিউজ

December 31, 2021

মেহেরপুর নিউজ:

২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর মুজিবনগর উপজেলার কোন বিদ্যালয় থেকে কত ভাগ পাস করেছে তা নিম্নে প্রদত্ত হলো।

মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় ৮৪-৯৬%,আনন্দবাস এমএম একাডেমি ৯-৯০%,বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৫%,দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৯১-৮২%,  দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৯০-৫৭%,শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৮৫-৮২%,কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৮৯%,মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ৮৬-২৩%,মোনাখালী মাধ্যমিক বিদ্যালয় ৮৮-৭৫%।

এছাড়াও গোপালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮৮-৬৩%,জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় ৮৭-৮৭%,মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয় ৭৮-৪৯%,আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৮৪%,এটি যে আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৯১-৩০%,এবং বল্লভপুর মিশন মাধ্যমিক বিদ্যালয় ৮২-৬৯% ছাত্র-ছাত্রী পাস করেছে।