বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ ‘এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

February 25, 2025

মেহেরপুর নিউজঃ

“মুজিবনগর ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজির) ‘এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

এফসিডিও এর অর্থায়নে, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় মঙ্গলবার মুকাদ্দেস হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজি কোঅর্ডিনেটর মো: ওয়াজেদ আলি খান। অন্যদের মধ্যে ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মো: রিয়াজ শেখ, সহসমন্বয়কারি মুক্তা খাতুন, নাদিম আনজুম রেজা, ঝরনা খাতুন, আবুল হাসান । মূল বক্তব্য উপস্থাপন করেন এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ।