মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ খানার বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়েছে।
বুধবার সকালে মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ প্রাঙ্গনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মুজিবনগর আইডিয়াল মাদ্রাসা ও দারুল হিফজ এর পরিচালক সোহেল রানা,মাদ্রাসার প্রিন্সিপাল বায়জিদ হোসেন।