আইন-আদালত

মুজিবনগরে ৫ ব্যবসায়ীসহ ১৬ জনের জরিমানা

By মেহেরপুর নিউজ

June 07, 2020

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে মাস্ক ব্যবহার না করা এবং স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করার অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সহ ১৬ জনের কাছ থেকে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার সকালের দিকে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর উপজেলার এ সময় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় ৫ ব্যবসার নিকট থেকে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ১৬ জনের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জানান এ অভিযান অব্যাহত থাক রাখা হবে।এই জরিমানা করা হয়।

মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি বলেন, মুজিবনগর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনাকালে দেখা যায় স্বাস্থ্যবিধি অমাণ্য করে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে এবং সরকারি নির্দেশনা অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা করার অপরোধে সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৫ ধারা লঙ্ঘনের কারণে ২৫ এর ২ ধারায় ১৬ জনের নিকট থেকে ৪ হাজার ৫ শ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জানান, এ অভিযান অব্যাহত থাক রাখা হবে।