বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন

By মেহেরপুর নিউজ

November 02, 2024

মেহেরপুর নিউজ:

“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে র‌্যালী ,আলোচনা সভা ও পুরস্কার মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস।

শনিবার সকালের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয। মুজিবনগর উপজেলা সমবায় অফিসার মাহাবুবুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্য (ওসি) মিজানুর রহমান,উপজেলা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খন্দকার সানজিদা আক্তার, মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।পরে সমবায় নিবন্ধিত কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ও সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সহ তিনটি প্রতিষ্ঠানকে সম্মান সূচক ক্রেষ্ট প্রদান করা হয়।

এদিকে এর আগে ৫৩ তম সমবায় দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি মুজিবনগর সড়ক প্রদক্ষিণ করে।