মেহেরপুর নিউজ,০৪ আগষ্ট: মেহেরপুরের মুজিবনগরেরর বাগোয়ান গ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ আহসান আলী মুখলা (৩৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।আটক আহসান পার্শ্ববর্তী জেলার দামুড়হুদা উপজেলার হুদাপাড়ার দাউদ হোসেন মুখলার ছেলে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী সালেক উদ্দীন মেহেরপুর নিউজকে বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাগোয়ান গ্রামে যৌন উত্তেজক ট্যাবলেট নিয়ে এক চোরাকারবারী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে এস আই টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে আহসানআলী মুখলাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সানাগ্রা নামে ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক আহসান মুখলাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ, কাজী সালেক উদ্দীন আরো জানান, উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক মুল্য ৬ লক্ষ টাকা হবে।