বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ২৪ ঘন্টার ব্যবধানে ৭ গাভীর আকর্ষিক মৃত্যু

By মেহেরপুর নিউজ

October 29, 2024

মেহেরপুর নিউজ 

২৪ ঘন্টার ব্যবধানে নাইট্রেট পয়জনে ৭ গাভী (গরু) র আকর্ষিক মৃত্যু হওয়ায় পথে বসার উপক্রম হয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস বিশ্বাস পাড়ার পটল বিশ্বাস ও তার পরিবার। গত বৃহস্পতিবার সন্ধা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত গাভীগুলো মৃত্যু হয়।

মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৭ টি গাভী (প্রত্যেকটির পেটে বাচ্চা)’ আকস্মিক মৃত্যুতে পটল বিশ্বাস তার স্ত্রী কহিনুর খাতুনসহ পরিবারের সকলেই কর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। গাভীগুলো মূলত দেখভাল করতেন পটল বিশ্বাসের স্ত্রী কোহিনুর খাতুন।

কোহিনুর খাতুন বলেন, বিভিন্ন স্থানে লোন নিয়ে কয়েক বছর যাবত গাভীগুলো লালন পালন করছে বৃহস্পতিবারে বিকেলের দিকে গাভী গুলোকে ঘাস খাওয়ানো হয়। তারপর পরই একটি গাভী মরে পড়ে আছে। আরো তিনটা গাভীর নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। সাথে সাথে স্থানীয় শিক্ষানবিস ভেটেরিনারি চিকিৎসক তপু রায়হানকে খবর দেন। তপু রায়হান ঘটনাস্থলে গিয়ে গরুর রোগের উপসর্গ দেখে মেহেরপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: শোয়ব সাকিবকে জানালে তিনি ব্যাবস্হাপত্র দিয়ে চিকিৎসা দিতে বলেন। পরবর্তিতে তিনি নিজে এসে চিকিৎসা প্রদান করেন।

তিনি আরো জানান,অনেক কষ্ট করে লোন তুলে গাভীর খামারটি তিলে তিলে গড়ে তুলেছিলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পেটে বাচ্চা সহ ৭ টি গাভীর মৃত হয়। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: শোয়ব সাকিব জানান, কল পেয়ে তিনি ঘটনাস্হলে গিয়ে ছিলেন,উপসর্গদেখে মনে হয়েছিল গরুগুলি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছিল। মাঠে থেকে যে ঘাস নিয়ে এসে গরুগুলি কে খাওয়ানো হয়েছিল সম্ভবত সেই ঘাসে বিষ জাতীয় কিছু ছিল তার কারনে গরুগুলি মারা গেছে।

এ বিষয়ে মুজিবনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হারিছুল আবিদ  জানান,বিষয়টি আমি শুনেছি , বিভিন্ন তথ্য যাচায় করে আমরা জানতে পেরেছি গরুগুলি নাইট্রেট পয়জনের কারণে মারা গেছে।