মেহেরপুর নিউজ, ৩১ জুলাই:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠিত।
শুক্রবার সোনাপুর জামে মসজিদ কমিটির সভাপতি হাজীঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকনগর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সভাপতি ও সাবেক ইউ পি সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবদার আলী , সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক ও ই উ পি সদস্য সোহরাব হোসেন ,সোনাপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইয়াসিন আলী,সোনাপুর নুতন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জুলহক সহ এ্যামিরিকা প্রবাশী আশরাফুল ইসলাম মিলন সহ সোনাপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সোনাপুর জামে মসজিদের মুর্সলী বর্গের উপস্থিতে সোনাপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়।