মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আনন্দবাস এক্সপ্রেস জয়লাভ করেছে। শনিবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আনন্দবাস এক্সপ্রেস ৯৬ রানে শিবপুর যুব সংঘকে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে আনন্দবাস এক্সপ্রেস ১৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাহিদ সর্বোচ্চ ৪২ রান করেন।শিবপুর যুব সংঘের সুমন ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে শিবপুর যুব সংঘ ১১ ওভারে ৮৮ রান করে সবাই আউট হয়ে যায়। আরিফ দলের পক্ষে ২৭ রান করেন। খেলায় বিজয়ী দলের অনিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এর সভাপতি মুন্সি ওমর ফারুক (প্রিন্স), ও সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।