মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ কোমরপুর বিজয় নিসান ক্লাব জয়লাভ করেছে।
শনিবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কোমরপুর বিজয় নিশান ক্লাব ৫ উইকেটে রশিকপুর ইয়াং স্টার ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে রশিকপুর ইয়াং স্টার ক্লাব ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহান সর্বোচ্চ ৩৩ রান করেন।
জবাবে খেলতে নেমে কোমরপুর বিজয় নিসান ক্লাব ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে যাওয়ার লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সেন্টু সর্বোচ্চ ৩৩ রান করেন। বিজয়ী দলের সেন্টু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে পুরস্কার তুলে দেওয়া হয়। রিয়াজুল, মিজানুর রহমান ও ইকরামুল চৌধুরী ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।