ক্রিকেট

মুজিবনগরে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে  শিবপুর যুব সংঘ জয়ী

By মেহেরপুর নিউজ

January 24, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫  শিবপুর যুব সংঘ জয়লাভ করেছে।

শুক্রবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শিবপুর যুব সংঘ ১২২ রানের বড় ব্যবধানে মানিকনগর একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শিবপুর যুব সংঘ ১৪ ওভারে ৬ উইকেটে ২০২ রানের পাহাড় গড়ে তোলে। আরিফ দলের পক্ষে ৭৯ রান করেন।

জবাবে খেলতে নেমে মানিকনগর একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। রিন্টু দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন। বিজয়ী দলের আরিফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। সেলিম, জাহাঙ্গীর মিজানুর রহমান ও শাহজাহান উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।