মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আনন্দবাস এক্সপ্রেস চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বৃষ্টি বিঘ্নিত খেলায় আনন্দবাস এক্সপ্রেস ৭ উইকেটে বাগোয়ান ইয়াংস্টারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ইয়াংস্টার ৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সালমান ২২ রান করেন। আনন্দবাস এক্সপ্রেস এর সাজু ৩টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে আনন্দবাস এক্সপ্রেস ৭ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। পিয়াস দলের পক্ষে ৩৫ রান করেন। খেলায় পিয়াস ম্যান অব দা ম্যাচ। এবং নাহিদ ম্যান অব দা টুর্নামেন্ট মনোনীত হন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব এর সভাপতি ওমর ফারুক প্রিন্সের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার মিজানুর রহমান।