ক্রিকেট

মুজিবনগরে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোপীনাথপুর মিতালী ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 19, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে গোপীনাথপুর মিতালী ক্লাব জয়লাভ করেছে।

রবিবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় গোপীনাথপুর মিতালী ক্লাব ৪ উইকেটে আনন্দবাস ক্রিকেট টিমকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আনন্দবাস ক্রিকেট টিম ১৫ ওভারে ১৩৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে আকাশ ৬৫ রান করেন। গোপিনাথপুর এর হেমাত ৩ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে গোপীনাথপুর মেতালি ক্লাব ১৩.৩ ওভারের ৬ উইকেট হারিয়ে যাওয়ার লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আকাশ ৩৩ রান করেন। আনন্দবাসের পক্ষে আকাশ আলী ২টি উইকেট লাভ করেন। মিতালী ক্লাবের রকেট ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের প্রাক্তন খেলোয়াড় শিশির আহমেদ পুরস্কার তুলে দেন।