মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে আনন্দবাস এক্সপ্রেস জয়লাভ করেছে।
মঙ্গলবার মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় আনন্দবাস এক্সপ্রেস ৪৬ রানে কুতুবপুর নিউ স্টার ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আনন্দবাস ক্রিকেট টিম ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান করে।দলের পক্ষে নাহিদ ৫৩, পিয়াস ৫২ রান করেন।
কুতুবপুর নিউ স্টার ক্লাবের সাখাওয়াত ৪ উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে কুতুবপুর নিউ স্টার ক্লাব ১৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৫ রান । দলের পক্ষে সোয়েব ২১ রান করেন। আনন্দবাসের পক্ষে নিসো ২টি উইকেট লাভ করেন। পিয়াস ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়। সফিকুল ইসলাম ও মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পুরস্কার তুলে দেন।