মেহেরপুর নিউজ,০৬ জুলাই:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা রোড মানিকনগর খালের পাড়ে থেকে সরকারী নিম গাছ কেটে নেয়া ওস্থানীয় মসজিদের খালের মাছ বিক্রি করার টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করেলে আব্দুল কুদ্দুস নামের এক ব্যবসায়ী পিটিয়ে জখম করেছে দূবৃত্তরা। প্রত্যক্ষদর্র্শী ও পুলিশ জানায়,রোববার রাত ১০ টার দিকে কুতুব, আজাদ, খাজেরুল, মনি,সাদেক সহ বেশ কয়েকজন দূবৃত্ত মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের ভূষিমাল ব্যবসায়ী আব্দুল কুদ্দুস দূবৃত্তরা তার উপর হামলা চালায়। এতে সে মারাত্মক অঅহত হয়। তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ কাজী সাদেক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল হয়েচে। পুলিশ দোষীদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।