মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি আদেশ অমান্য করে অযথা ঘোরাফেরা করার দায়ে ভ্রাম্যমান আদালতের বসিয়ে ৪ ব্যক্তির নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার বিকেলে থেকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ ও মুজিবনগর আম্রকাননে আদালত বসানো হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসমান গনির নেতৃত্বে এ আদালত বসানো হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওসমান গনি জানান, সরকারি আদেশ অমান্য করে এক জায়গায় জটলা পাকানো দায়ে দন্ডবিধির ১৮৮ ধারায় ৪ ব্যক্তির নিকট থেকে ৮শ টাকা জরিমানা আদায় করা হয়।