মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাবের উদ্যোগে সেলিম মুন্সি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট বাগোয়ান ইয়ং স্টার ক্লাব জয় লাভ করেছে।
বুধবার বিকালে মুজিবনগর কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বাগোয়ান ইয়ং স্টার ক্লাব ৬৯ রানে বল্লভপুর স্পোটস ওয়াল্ডকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বাগোয়ান ইয়ংস্টার ১৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সালমান ৪৭,সোহেল ৪৮ রান করেন। বল্লভপুর স্পোটস ওয়াল্ডের বাবু ২ টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে বল্লভপুর স্পোটস ওয়াল্ড ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দলের পক্ষে রকি সর্বোচ্চ ২০ রান করে। বাগোয়ানের পক্ষে রনি তিনটি উইকেট লাভ করেন। রনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।সেলিম জাহাঙ্গীর ও মিজানুর রহমান ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।