বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে মহান বিজয় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

December 16, 2024

মেহেরপুর নিউজ:

মহান বিজয় দিবস উপলক্ষে মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনীর  মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।পরে মহান মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের সম্মান জানাতে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণ করেন।এসময় মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বীর মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সিরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ, আনসার ব্যাটালিয়ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপি চৌকস দল সেখানে উপস্থিত ছিলেন।