মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামে ভৈরব নদীর পাশে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় আব্দুল হান্নান নামের এক ব্যক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো: আনিক ইসলাম ও রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত আব্দুল হান্নান ওই গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মো: অনিক ইসলাম জানান, খবর পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করি। এর আগেও আব্দুল হান্নানের কাছে থেকে দুই বার জরিমানা আদায় করা হয়েছে। তারপরও তিনি মাটি কাটা বন্ধ করেননি। আমরা প্রথমে কাউকে না পেয়ে এক্সকাভেটর মেশিন জব্দ করেছিলাম। পরে জমির মালিক হাজির হলে আমরা
অবৈধ মাটি বালু উত্তোলন আইন ২০১০ এর ১৫ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করি। এবং এক্সকাভেটর মেশিনটি স্থানীয় ইউপি সদস্য মিজার হোসেনের জিম্মায় রাখা হয়েছে যাতে আর মাটি কাটতে না পারে।