বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে বেপরোয়া গতির কারণে ট্রাক্টর জব্দ

By মেহেরপুর নিউজ

January 16, 2019

মেহেরপুর নিউজ, ১৬ জানুয়ারি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় বেপরোয়া গতিতে ট্রাক্টর চালানোর প্রতিবাদে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বেশকয়েকটি ট্রাক্টর আটকে দিয়েছে বলে জানা যায়। বুধবার দুপুরে ভবেরপাড়া বাজারের তিনরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

মুজিবনগরের অস্থায়ী সরকারের গার্ড অব অনার প্রদানকারি মুক্তিযোদ্ধা আজিমুদ্দিন শেখ সাংবাদিকদের জানান, মাটি বহনকারি দুটি ট্রাক্টর বেপরোয়া গতিতে বাজারের মোড় পার হচ্ছিল এ সময় রাস্তার সংলগ্ন লোকজনের উপর দিয়ে চলে যেত চিৎকার দেওওয়ার কারণে তারা দৌড় দিয়ে প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী এলাকাবাসিরা ক্ষুব্ধ হয়ে ট্রাক্টর দুটোকে ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে একই কাজে ব্যাবহৃত যত ট্রাক্টর ঐ রাস্তা দিয়ে যাচ্ছিল সব গুলো ট্রাক্টর তারা আটকিয়ে রাখে। ভবেরপাড়া গ্রামের মেম্বর দিলিপ মল্লিক স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দিনের বেলায় ঐ রাস্তা দিয়ে কোন ট্রাক্টর না চালানোর শর্তে ট্রাক্টর গুলো আটকিয়ে রাখে বলে তিনি জানান।

পরে ট্রাক্টর মালিকরা এসে গ্রামবাসিদের দাবি দিনের বেলায় কোন ট্রাক্টর চলাচল ঐ রাস্তায় চলাচল করতে পারবেনা এমন শর্ত মেনে নিয়ে তাদের ট্রাক্টর গুলো ছাড়িয়ে নিয়ে যায়। উল্লেখ্য এর আগে মুজিবনগরের কলেজ ছাত্রলীগের সভাপতি বেপরোয়াগতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারান।