মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে জসিম (৪০),শেরেগুল (৪২), জাহান আলী (৪৩),রশিদ (৩৮) নামের ৪ জন আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত জসিম মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের হাসমত খানের ছেলে, শেরেগুলো একই গ্রামের আরজ আলীর ছেলে, জাহান আলী মতেহার আলির ছেলে এবং আব্দুর রশিদ আসমত আলীর ছেলে।
জানা গেছে ঘটনার সময় মুজিবনগরে কেদারাগঞ্জ বাজার সংলগ্ন মায়ের দোয়া হোটেলের সামনে বিএনপি’র মাসুদ অরুন গ্রুপ ও আমিরুল গ্রুপের কর্মীদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়। তাদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে মুজিবনগর থানার অফিসার ইনচার মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত খবর আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তিনি বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।