মেহেরপুর নিউজ:
পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পেঁয়াজ চাষিরা। “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সুখে থাকবে বাংলাদেশ “এই স্লোগানকে সামনে নিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের পেঁয়াজ চাষিরা মানববন্ধন করেন।
সোমবার বিকালের দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড়ে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে চাষীরা বলেন,যখনই পেঁয়াজের ভরা মৌসুম শুরু হয়। তখনই পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়ে চাষীরা। এবার ও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকা দরে। এর ফলে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষীরা। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তাঁরা। এজন্য আগামী ৩ মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার চাষীরা।