মেহেরপুর নিউজঃ
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়পছে।
বুধবার দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সম্প্রীতিপূর্ণ আচরণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মো. সাবদার আলীর সভাপতিত্বে মো. ওয়াজেদ আলি খান এর সঞ্চালনায় সভায় পিএফজি গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র এবং কর্মপন্থা নিয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ, ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহিনুজ্জামান, মো. আবুল হাসান, নুরজাহান খাতুন আনজিরা, আফরোজা রোজ, দেলোয়ার হোসেন মিলন, এডভোকেট সেলিম গাজী, খাইরুল বাশার, হাফেজ মো. মতিয়ার রহমান,আব্দুল লতিফ, মুন্সি ওমর ফারুক,
হাসান মোস্তাফিজ, মারিও সুশিত মন্ডল প্রমুখ।
সভায় পিএফজি কো-অর্ডিনেটর নির্বাচিত হন মো: ওয়াজেদ আলি খান। পিস অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন মো: আবুল হাসান, আফরোজা রোজ,মো: খাইরুল বাশার এবং মুন্সি মো: মোকাদ্দেস হোসেন।