কৃষি সমাচার

মুজিবনগরে পাট ক্ষেতে বায়ার কোম্পানীর আগাছা নাশক প্রয়োগ ।। ঘাসের বদলে পুড়েছে পাট

By মেহেরপুর নিউজ

April 29, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ এপ্রিল: মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক আজহারুল ইসলাম পাট ক্ষেতের আগাছা দমনের জন্য বিষ প্রয়োগ করেন। বায়ার ক্রপস সায়েন্স কোম্পানির হুইল সুপার বিষ স্প্রে করে ঘাসের বদলে পুড়েছে পাট। ক্ষেতে পাট গাছ জীবিত না থাকলেও ঘাসে ভরে গেছে। এমন অভিযোগ করে প্রতিকার দাবি করলেন ক্ষতিগ্রস্থ ওই কৃষক। মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মৃত মুসাব বক্কার ছেলে আজহারুল ইসলাম দরগা গাড়ির তাল তলা মাঠে ১একর পাটের জমিতে এবার পাট আবাদ করেছিলেন। পাট গাছ গজানোর পর থেকেই জমিতে ভাদালি ঘাস দেখা দেয়। মোনাখালী বাজারে অবস্থিত কিটনাশক ব্যবসায়ী সাইদুর এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বায়ার কোম্পানির হুইল সুপার বিষ ব্যবহারের পরামর্শ দেন। সাইদুর এন্টারপ্রাইজ থেকে ওই বিষ কিনে পাটের জমিতে স্প্রে করেন তিনি। আজহারুল ইসলামের অভিযোগ বিষ প্রয়োগের ২ ঘন্টার মধ্যে পাটের জমিতে থাকা সমস্ত পাট পুড়ে গেলেও ভাদালি ঘাসের কোন ক্ষতি হয়নি। ঘাসের বদলে পুড়েছে পাট।

মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, ভুক্তভোগী কৃষক তাকে মোবাইলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে সাইদুর এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সাইদুর রহমান জানিয়েছেন বায়ার কোম্পানির হুইল সুপার আগাছা নাশক বিষ প্রয়োগ করে ইতি পূর্বে ফসলের কোনো ক্ষতির অভিযোগ পাওয়া যাইনি। বিষ প্রয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।