মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারি:
মুজিবনগরে দানাজাতীয় শস্যের আধুনিক জাত পরিচিতি,উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যাবস্থাপনা বিষয়ক তিন দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
রবিবার সকালে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস মিলানায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামন খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন।এসময় তিনি দানাজাতীয় শস্যের আধুনিক জাত পরিচিতি,উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যাবস্থাপনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কৃষকদের মাঝে আলোচনা করেন। কৃষক প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা কৃষি সম্প্রাসারন অফিসার আনিসুর রহমান ও আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।