বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে তিনটি অবৈধ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

By মেহেরপুর নিউজ

February 11, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহজমপুর ইউনিয়নের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি ইটভাটায় লাইসেন্সবিহীন ইট প্রস্তুত এবং অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মুজিবনগর উপজেলার মহজনপুর ও কোমরপুরে এ অভিযান চালানো হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ মন্ডলের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরে সহযোগিতায় মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আর এস ব্রিকস, মহাজনপুর গ্রামে এস আর ব্রিকস, এবং স্টার ব্রিকসে অবৈধভাবে ইট পোড়ানো সহ ভাটার বৈধ কোন কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর সংশোধিত ২০১৯ এর ৪ ও ৬ ধারায় কোমরপুর গ্রামের আর এস ব্রিকস ১ লক্ষ টাকা, মহাজনপুর গ্রামে এস আর ব্রিকস ১ লক্ষ ৫০ হাজার টাকা, এবং স্টার ব্রিকসে মালিকের নিকট থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ব্যাটালিয়ন আনসার বাইরে সদস্যরা উপস্থিত ছিলেন।