মুজিবনগর অফিস, ১৭ জুন :
তৃনমূলের নারীদের দোরগোড়ায় তথ্যসেবা পৌছে দিতে সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মুজিবনগর তথ্য সেবা কেন্দ্র। তারই ধারাবাহিকতায় ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) বাস্তবায়নের লক্ষে মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে মুজিবনগর উপজেলার রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্লাসরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার এতে সভাপতিত্ব করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, তথ্য সেবা সহকারী শান্তনা আক্তার ও আর্জিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে নারী নির্যাতন প্রতিরোধ,বাল্য বিবাহ বন্ধে জনসচেতনতা মূলক বক্তব্য উপস্থাপনা করা হয়।
এছাড়া ডিজিটাল স্মার্ট ডিভাইসের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান সম্পর্কে আলোচনা করা হয়।