টপ নিউজ

মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

By মেহেরপুর নিউজ

August 07, 2019

মেহেরপুরের মুজিবনগরে ডেঙ্গু প্রতিরোধে জনগনকে সচেতন করতে উপজেলার কেদারগন্জ বাজার প্রাঙ্গনে সকল দোকানদার সহ সাধারন জনগনের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভা করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে  এ লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ডেঙ্গু বর্তমান সময়ে খুব বিপদজনক। এটি খুব ভয়াবহ রুপ ধারন করেছে। কোন ডেঙ্গু রুগীকে যদি সাধারন  এডিস মশা কামড়ায়, তাহলে সেই মশাও ডেঙ্গু  জীবনু বহন করবে এবং যাকে কামড় দিবে সেই ডেঙ্গু রোগে আক্রান্ত হবে। তাই যদি কাউকে ডেঙ্গু রুগী হিসাবে সনাক্ত করা হয় তাহলে অবশ্যই তাকে সব সময় মশারির ভিতরে রাখতে হবে যাতে তাকে আর অন কোন মশাই কামরাতে না পারে। আর ডেঙ্গু প্রতিরোধ করতে হলে আমাদের আশেপাশে থাকা সকল ঝোড়-ঝাপ পরিষ্কার করতে হবে।

লিফলেট বিতরন অনুষ্ঠানে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার, কেদারগন্জ বাজার কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিকসহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

# মুজিবনগর অফিস #